ছোট্ট বসন্ত
পাতা ঝরে গেছিলো যেদিন,
মন ভরেছিলো ভারী রাতে
এবার পালা ঝকমকে আলোর
মন দোলাবে হলুদ প্রভাতে।
অল্প সময় এলেই যখন
থাকতে পারো আরো কয়েক মাস
এইতো সবে ফুটলো পলাশ
রং এ ডুববে নীল আকাশ।
সন্ধে বেলা মৃদু বাতাস
আসছে বয়ে জানলা দিয়ে
গাছের ডালে নতুন পাতা
দোল আসলো বার্তা নিয়ে।
পূর্ণিমার সেই বিশাল চাঁদ ,
তাকিয়ে থাকে এক মননে ,
হঠাৎ শুনি তারারা সব ,
কর গুনছে উপর থেকে।
শীতের হীম বাতাস যখন
ভয় দেখাতো রাট পোহালেই
ফাল্গুন আজ সঙ্গে আমার
দিন গুনছে কাল বৈশাখের।
Picture Courtesy – Dreams , (1990) directed by Akira Kurosawa
Name- Iman Bhattacharya
Class- VII
Age – 13
School – The Summit School