
প্রিয় বাবা
একটি ঘরে একটি মানুষ,
যদিও সে অন্ধ……
রাত্রি বেলা নিজের ঘর,
করতে ভোলেনা বন্ধ।
তার একটি ছেলে আছে,
থাকে বহূ দূরে…..
তবুও সেই অন্ধ বাবা,
ডাকে হাঁক ছেড়ে।
তার ছেলে শুনতে পেলেও
আসেনা বাবার কাছে…
ভুল করে বাবা আবার
টাকা চাই পাছে।
ছোট্ট থেকে বড় করলো
ওই অন্ধ বাবা…..
সেই বাবাকে ছেলে ছাড়া
দেখবেই আর কে বা?
সেদিন বাবা হাত না ধরলে,
পারতোনা সে হাটতে….
বাবা ভাবছে সেই ছেলে আজ
গেছে রোজগার করতে।
বাবার মনে অনেক দিন
ধরেছে এক ধারনা…
মনে হয় সেই বাবার হয়েছে
দুষ্টু রোগ করোনা।
তাই বাবা অনেকদিন থেকে,
খাওয়া করেছে বন্ধ….
ছেলের মনে বাবার প্রতি
জাগেনি কোনো দ্বন্দ্ব।
বাবা মনে হয় শেষ বারের মত
দেখতে পাবেনা ছেলের মুখ…
সেই কষ্টে ফেটে পড়ে,
সেই প্রিয় বাবার বুক।
সেদিন বাবা হঠাৎ করে
লক্ষ করেন স্পষ্ট….
সকাল থেকে বাবার যেন
হচ্ছে শ্বাস কষ্ট।
সেদিন ছিল বিকেল বেলা
ছেলে এসেছে বাড়ি…
এসে দেখে তার বাড়ির সামনে
দাড়িয়ে আছে অনেক গাড়ি।
কিছু না বুঝতে পারে ছেলে
ভেতরে যেই যায়….
গিয়ে দেখে তার সেই
প্রিয় বাবা….
আর এই দুনিয়া তে নাই।
তাই দেখে ছেলের বুক
ফেটে যায় দুঃখে।
ঠাকুরের কাছে চাই বার বার….
বাবা থাকে যেন সুখে।