WhatsApp Image 2025-04-13 at 3.03.54 AM

যন্ত্রমানব

ও যে এক যন্ত্রমানব;
হাত আছে যার, পা আছে যার,
আছে আস্ত এক মাথা।
বুদ্ধি রয়েছে এতই তুখোড়
যা জটিল সমস্যার সমাধানেও পাকা।
মানব দ্বারা সৃষ্ট হলেও
মানবকেই হারতে শেখায়।
গড়ে তোলে নতুন জগৎ,
নেটওয়ার্ক ব্যবস্থাপনায়।

ও যে এক কৃত্রিম মানব;
আলাদিনের সেই বিশ্বস্ত জিন
আজ্ঞাবহ দাসের মতো…
দেখতে কী কেউ পাও ?
কল্পকথার সেইরূপ দাস
থেমে নেই যে কোনোখানে
চাঁদে কিংবা সূর্যে।
পাড়ি দিয়েছে বহু বহু ক্রোশ দূরে
দুর্বোধ্য, দুর্গম সব স্থানে।

ও যে এক আশ্চর্যমানব,
মানব না হয়েও সে মানব
দেখিয়েছে, সে–ই শ্রেষ্ঠ।
অনুভূতিহীন, প্রাণহীন এক দেহ
কলকব্জার চাবিকাঠিতেই মন্ত্র।
মানছি বটে কালের নিয়মে
নব প্রযুক্তি হয় সৃষ্ট।
তবে কী সেটি এতই প্রয়োজন ?
যে মানব আজ তার কাছেই তুচ্ছ।

Picture Courtesy: Pinterest

Name – Debayan Nag
Age – 16
Class – X
Institution – Shyambazar A.V. School
Open chat
1
How Can I Help You
How Can I Help You