A PUBLIC DISCUSSION WITH DIFFERENCE

public

4th December, 2021 Activism Foundation এর অন্যতম শাখা Activism Scholar’s Forum এর পক্ষ থেকে “Domestic violence and intolerance: Everyday Experience” শীর্ষক একটি Public Discussion এর আয়োজন করা হয়। এটি অনুষ্ঠিত হয় মূলতঃ online mode এ। এদিনের সভায় Activism এর মূখ্য সদস্যবৃন্দ ছাড়াও আজীবন সদস্যদের উপস্থিতি ছিল পূর্ণরূপে। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন Dr BR Ambedkar University এর School of Liberal Studies এর অধ্যাপিকা এবং Outreach and Extension Division এর Director এবং Centre for Publishing এর Director Prof. Rukmini Sen এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজতাত্ত্বিক গবেষক ও Dean, IBSAR Group of Colleges এর অধ্যাপিকা Dr Sumita Sarkar.
মূল অনুষ্ঠানের সূচনা পর্বে স্বাগত ভাষণ রাখেন Activism Foundation এর Chairman, Dr Sourish Jha মহাশয়। তারপর উদ্বোধনী ভাষণে খুব সুন্দর করে ‘গার্হস্থ্য’ এবং ‘গার্হস্থ্য হিংসা’ – র সামাজিক ও আইন ভিত্তিক প্রেক্ষিত থেকে দিকগুলির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন Prof. Rukmini Sen. তারপর Dr Sumita Sarkar অসাধারণ ভাবে ব্যাখ্যা করেন নারীদের ওপর practical field এ হওয়া violence কে পরিবার বা সমাজ থেকেই চাপা দেওয়ার প্রচেষ্টা কে। এরপর সমাজবিজ্ঞানী ও Activist, শ্রমজীবী ও নারী মঞ্চ এবং Women’s Solidarity Network এর সাথে যুক্ত Dr Munmun Biswas এই প্রেক্ষিতে তাঁদের কাজের অভিজ্ঞতা খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। এছাড়াও বক্তব্য রাখেন দীর্ঘকাল ব্যাপী গার্হস্থ্য হিংসা প্রতিরোধে অগ্রণী ভুমিকা পালনকারী বারুইপুরের “দিশা” নামক প্রতিষ্ঠানের অন্যতম সদস্য। পরবর্তীতে Activism Foundation এর পক্ষ থেকে গার্হস্থ্য হিংসা প্রতিরোধে একটি success story র বর্ণনা করেন Activism Foundation এর CEO, Ms Soma Bhattacharya. এরপর অনুষ্ঠান সভায় অংশগ্রহণকারী শ্রোতার মধ্য থেকে একজন victim এবং দুজন associates হিসেবে গার্হস্থ্য হিংসার প্রেক্ষিতে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতার কথা সকলের সাথে ভাগ করে নেন।
এর পরবর্তীতে জনসাধারণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে বেশ কিছুক্ষণ ধরে প্রশ্নোত্তর পর্ব চলে। তারপর সমাপনী ভাষণ রাখেন Activism Scholar’s Forum এর President, Prof. Dipankar Sinha মহাশয়। সর্বশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন Activism Scholar’s Forum এর Vice President, Prof. Prantosh Sen মহাশয় এবং সূচনাপর্ব থেকে সমাপ্তিপর্ব পর্যন্ত সমগ্র অনুষ্ঠানটির সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন Activism Scholar’s Forum এর Secretary, Dr Sumana Goswami মহাশয়া।
সর্বোপরি, Activism Scholar’s Forum এর পক্ষ থেকে প্রথমবার আয়োজিত এই Public Discussion সর্বজনের সক্রিয় অংশগ্রহণে সাফল্যমন্ডিত হয়ে উঠেছে।

প্রতিবেদনে – প্রিয়াঙ্কা মালাকার

Open chat
1
How Can I Help You
How Can I Help You