শূন্যতার স্পর্শ

কেউ কি কখনো শুনেছে?  

মনের শূন্যতার নিঃশব্দ আওয়াজ,  

যেখানে প্রতিটি শব্দ এক একটি নির্জন দ্বীপ,  

অজানা সাগরের বুকে ভাসমান,  

একমাত্র কবির হৃদয়ে খোঁজে তার ঠিকানা।

 এই কবিতার প্রতিটি পঙক্তি,  

অস্পৃশ্য এক স্বপ্নের মতো,  

যেখানে প্রতিটি অনুভূতি  

একটি আলাদা জগৎ সৃষ্টি করে।  

নেই কোনো পরিচয়ের মুখোশ,  

শুধু আছে মনের গভীরতম আকাঙ্ক্ষার ছোঁয়া।

 আমরা লিখি,  

যা কেউ কখনো লেখেনি,  

অপ্রকাশিত সেই শব্দের বুননে,  

গড়ে তুলি এক অজানা রাজ্য।  

এখানে নেই কোনো ধর্মের দৃষ্টিভঙ্গি,  

নেই কোনো সাম্প্রদায়িক বিভাজন,  

শুধু মানুষের আত্মার সাথে  

মানুষের অন্তর্লীন সংযোগ।

 এই কবিতার প্রতিটি লাইন,  

মনের আকাশে এক একটি তারার মতো,  

আলো ছড়ায় গভীর অন্ধকারে।  

শব্দগুলো বুনে তুলি এমন এক সুর,  

যা অমৃতের মতো মিষ্টি,  

নেই কোনো বিষের ছোঁয়া।

 এই কাব্যের স্বর,  

কেউ কখনো শুনতে পায়নি,  

শুধু মনের অন্তরে লুকিয়ে থাকা  

অজানা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি।  

আমরা লিখি,  

যা হৃদয়ের অন্তরঙ্গ কথোপকথন,  

যেখানে প্রতিটি শব্দের মধ্যে  

বেঁচে থাকে এক নতুন পৃথিবীর প্রতিচ্ছবি।

এখানে নেই কোনো প্রতিযোগিতা,  

নেই কোনো আঘাতের প্ররোচনা,  

শুধু শান্তির ছায়ায় বসে  

মনের জানালা দিয়ে দেখি  

একান্ত নিজের স্বপ্নের রঙিন দিগন্ত।

 Picture Courtesy: Stalker, (1979) Directed By Andrei Tarkovsky

Name- Anirban Bhattacharya
Age- 19
Class- BCA 1st Year
Institution – Banwarilal Bhalotia College

 
 
Open chat
1
How Can I Help You
How Can I Help You