আমাদের সম্পর্কে সম্পাদকীয়, গল্প ও কবিতা প্রবন্ধ অঙ্কন/মিম মনের জানালা লেখা জমা দিন আর্কাইভ মনের-জানালা Magazine Home স্বর্ণাভ এর সাথে সরাসরি কথোপকথনে যা শুনলাম... আমার নাম স্বর্ণাভ দে। এখন দশম শ্রেণীতে পড়ছি। শখ বলতে আমার গল্পের বই পড়া এবং ড্রয়িং করার অভ্যাস আছে। আর গল্পের বই, বিশেষ করে রোমাঞ্চকর বই পড়তে বেশি ভালো লাগে। ছবি আঁকাও আমার অন্যতম একটি শখ, তবে দশম শ্রেণীতে পড়ছি বলে পড়ার চাপে এখন ছবি আঁকা ,গল্পের বই পড়া একটু কমিয়ে ফেলতে হচ্ছে, তবে লাইব্রেরিতে গিয়ে বই পড়ার অভ্যাস আমার আছে। আর বিদ্যালয়ের যেকোনো উদ্যোগে অংশগ্রহণ করতে আমার ভালোই লাগে। বড়ো হয়ে বিজ্ঞান নিয়ে পড়তে চাই, আর পরবর্তীকালে ফিজিক্স নিয়ে পড়াশুনা করে উচ্চশিক্ষা লাভ করতে চাই। স্কুলে খেলা ধুলো করতেও আমার বেশ লাগে, তবে পড়াশোনার চাপে একটু কম্প্রোমাইস করতে হচ্ছে খেলা ধুলোকে। তবে পড়াশোনা করতে আমার বেশ লাগে. আর আমার জীবনের একটা বিশেষ ঘটনা যদি বলি, হয়তো তা খুব বিশেষ নয় তবে আমার কাছে খুব স্পেশাল। তা হলো , আমি স্কুল এ প্রথম যখন এসেছিলাম , খুব ছোট , প্রথম দিনে আমি খুব কেঁদেছিলাম কিন্তু তার পর থেকে আর একদিনও কাঁদিনি। Name – Swarnabha DeyClass- XAge- 16Institution- Shyambazar A. V. School