আমাদের সম্পর্কে

শৈশব ও কৈশোর বয়স হলো অনেকটা নরম মাটির মতো, পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতি তাকে যেমন আকার প্রদান করে সে তেমনই আকার প্রাপ্ত হয়। এই বয়সে প্রায় সকলেরই সারল্য আবেগ ও অনুভূতি তুলনামূলকভাবে অনেক বেশি। স্বচ্ছ, অকৃত্রিম ও স্পর্শকাতর এই খুদে চরিত্রদের সাথে বাক্যালাপে প্রয়োজন সূক্ষতা, সহনশীলতা, সহানুভূতি, সংবেদনশীলতা ও ধৈর্য। কিন্তু তাদের এই সরল অনুভূতিগুলির কখনো কখনো পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতির কারণে ভোঁতা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই প্রাথমিকভাবে প্রয়োজন তাদের অবদমিত স্বর ও অভিব্যক্তিকে আরও বেশি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা যেখানে তার মাধ্যম হবে শিশু ও কিশোর নিজেরাই । এই উদ্দেশ্য নিয়েই ACTIVISM স্বপ্ন দেখে এই খুদে দের ভাবনাচিন্তা, মনন ও সৃজনশীলতাকে সুনিপুণভাবে সৌখিন আদলে পুনর্নির্মাণ করার তথা দমিত কণ্ঠের ভাষা হওয়ার। অজস্র নরম মন গুলো ঠিক যেমন জীবনের প্রতি পদক্ষেপে এক্কাদোক্কা খেলতে খেলতে এক একটি সিঁড়ি পাড় করে চলে ACTIVISM ও ঠিক সেইভাবে তার জন্মের পর থেকে এক্কাদোক্কা খেলার মত করেই এগিয়ে চলেছে এক অন্তহীন শিখরে, যেখানে তার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে একাধিক উদ্দেশ্য, ইচ্ছা, নিষ্ঠা, ত্যাগ এবং অবশ্যই বুক ভরা স্বপ্ন। শিশু-কিশোর মনও তো ঠিক সেরকমই এক ঝাঁক স্বপ্নের মেলবন্ধন! তাই এই স্বপ্ন গুলোকে আরো গভীর ভাবে অনুধাবন করতে ACTIVISM এর উদ্যোগে ‘এক্কাদোক্কা’ নামক ই-ম্যাগাজিন তার যাত্রা শুরু করেছে। ঊনিশ বছর বয়স সীমা পর্যন্ত যে কেউ ‘এক্কাদোক্কা’ কে আরও সমৃদ্ধ করে তুলতে পারে সরাসরি তাদের সৃজনশীল অভিব্যক্তিকে ফুটিয়ে তোলার মাধ্যমে। না বলে ওঠা একরাশ কথা-ভাবনা-চিন্তা-কল্পনা সবকিছুকে গল্প, কবিতা, অঙ্কনের রূপ দান করে শিশু-কিশোর উভয়ই সরাসরি নিজেদের মননের প্রকাশ করতে পারে। পাশাপাশি এক্কাদোক্কা তে ‘মনের জানালা’ নামক একটি বিভাগ রয়েছে যেখানে তারা প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করে তাদের চাপা পড়ে যাওয়া আঘাতপ্রাপ্ত অনুভূতির সরল বহিঃপ্রকাশ ও করতে পারে প্রচ্ছেদের মাধ্যমে। তাই ACTIVISM তথা ‘এক্কাদোক্কা’র তরফ থেকে সকলকে আহ্বান করা হচ্ছে পাশে থাকার জন্য এবং ‘এক্কাদোক্কা’র সাফল্যের পথে পাথেয় হওয়ার জন্য।

          খুদে সদস্যদের সহায়তা তো অবশ্যই, এর পাশাপাশি যে সকল ব্যক্তিগণ ‘এক্কা-দোক্কা’কে বিভিন্ন রূপে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন তারা হলেন –

Performance reviewer cum Advisor
Ms. Tias Roy (Member, Board of Trustees, Activism Foundation)

Content Reviewers
Prof. Sumana Das ( Department of Bengali, RBU) 
Prof. Suchetana Paul (Executive, ASF)
Ms. Shramana Chattopadhyay (Life Member, AFSRA)
Ms. Riya Halder (Life member, AFSRA)

Magazine Subcommittee
Ms. Poulami Ghosh (Editor cum Coordinator)
Mr. Subhabrata Sarkar (Sub-Editor)
Ms. Eshany Bala (Sub-Editor)
Mr. Pranab Bhattacharjee
Ms. Nilanjana Bhattacharya

 Other Members
Ms. Riya Halder
Mr. Supriyo Das
Ms. Sneha Mitra
Mr. Rupayan Halder
Ms. Sharmishtha Halder
Ms. Nilavo Ghoshal
Ms. Kankana Bhattacharya

 
 
 
Open chat
1
How Can I Help You
How Can I Help You